ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হঠাৎ স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে মাঠে নামে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পৌনে নয়টার দিকে বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
একাধিক সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত শোকাবহ পরিস্থিতিকে সামনে রেখে সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের অগ্রগতি ও পরবর্তী সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনের কথা জানানো হয়েছে।
ভোট স্থগিতের প্রতিবাদে সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের ‘একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসনিক ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে নিরাপত্তা জোরদার করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
— “মানি না মানব না, অবৈধ সিদ্ধান্ত মানব না”,
— “এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়”,
— “এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি”
ইত্যাদি স্লোগান দিতে থাকে।
একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যকে তাঁর কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখে। ক্যাম্পাসে এখনো উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীরা ভোট পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করতে আলোচনা ও সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
🔴 জকসু নির্বাচন স্থগিতের ঘোষণায় উত্তাল জবি, ভিসি ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ
#জকসু_নির্বাচন #জবি_সংবাদ #জকসু_স্থগিত #ভিসি_অবরুদ্ধ #ক্যাম্পাস_বিক্ষোভ #বাংলাদেশ_শিক্ষা #ছাত্র_আন্দোলন #OdhikarPatra

আপনার মূল্যবান মতামত দিন: