প্রতিবেদন: ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
তারিখ: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেওয়া হলেও নির্ধারিত সময়ের পরও ফল দেখতে না পেয়ে বিভ্রান্তিতে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফল প্রকাশের বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে বিকাল সাড়ে ৪টা পেরিয়ে গেলেও ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারেননি শিক্ষার্থীরা।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম বলেন,
“ভর্তি পরীক্ষার ফল সন্ধ্যার দিকে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিটি ভুলবশত আগে আপলোড হয়ে গেছে। অফিসের একজন আইটি সেকশনের পরিবর্তে আইটি সেলে বিজ্ঞপ্তিটি দেওয়ায় এ ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।”
এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ইউনিট-এ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ)–এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল জানতে পারবেন। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে।
ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তায় ভর্তিচ্ছুদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে।

আপনার মূল্যবান মতামত দিন: