odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬
পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীর মৃত্যু ঘিরে পরিবারের অবহেলার অভিযোগ

হামলা মামলায় গ্রেপ্তার অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রলয় চাকীর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১২ January ২০২৬ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১২ January ২০২৬ ২৩:৫৫

পাবনা প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার অবস্থায় পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রলয় চাকীকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

গত শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জেল সুপার মো. ওমর ফারুক বলেন, প্রলয় চাকী ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার আওতায় আনা হয় এবং প্রয়োজন অনুযায়ী রামেক হাসপাতালে রেফার করা হয়।

তবে মৃত্যুর ঘটনায় গুরুতর অবহেলার অভিযোগ তুলেছে পরিবার। প্রলয় চাকীর ছেলে সানী চাকী বলেন, হার্ট অ্যাটাকের রোগী হওয়া সত্ত্বেও তার বাবাকে সিসিইউতে না রেখে প্রিজন সেলে রাখা হয়েছিল। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। অসুস্থতার বিষয়টি পরিবারকেও জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রলয় চাকীর ভাই মলয় চাকী জানান, তার ভাইয়ের মৃত্যুতে সংগীতশিল্পী তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, দিনাত জাহান মুন্নী, বাপ্পা মজুমদার ও কবির বকুলসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

তবে পরিবারের অবহেলার অভিযোগ অস্বীকার করে জেল সুপার ওমর ফারুক বলেন, এ ধরনের কোনো অবহেলা হয়নি। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন এবং চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: