odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 30th January 2026, ৩০th January ২০২৬
কুবি ভর্তি পরীক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের ফ্রি মেডিকেল ও ভর্তি সহায়তা কার্যক্রম ২০২৬

কুবি ভর্তি পরীক্ষায় মানবিকতার দৃষ্টান্ত! শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল সেবা ও বাইক সার্ভিস নিয়ে মাঠে ইসলামী ছাত্র আন্দোলন

odhikarpatra | প্রকাশিত: ৩০ January ২০২৬ ১৭:০১

odhikarpatra
প্রকাশিত: ৩০ January ২০২৬ ১৭:০১

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট লাঘব এবং তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করে সংগঠনটির নেতাকর্মীরা।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে 'ফ্রি মেডিকেল ক্যাম্প' ও 'ভর্তি সহায়তা হেল্প ডেস্ক' স্থাপন করা হয়। সেখান থেকে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী ও অভিভাবকদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, খাবার পানি ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনটির কুবি শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ইফতি বলেন, "দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা দীর্ঘ ভ্রমণে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। তাদের শারীরিক ও মানসিক স্বস্তির কথা বিবেচনা করেই আমরা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে মেডিকেল বুথ পরিচালনা করছি।

এর পাশাপাশি আমরা শিক্ষার্থীদের আবাসন, খাদ্য সহায়তা এবং বিশেষ বাইক সার্ভিসের মাধ্যমে কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।"
তিনি আরও যোগ করেন, "আমরা চাই ভর্তিচ্ছুদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ উপহার দিতে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের সাথে সমন্বয় করে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং 'সি' ইউনিটের পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষাগুলোতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
প্রতিবেদক: শাহরিয়ার হাসান জুবায়ের



আপনার মূল্যবান মতামত দিন: