ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে  দোষী সাব্যস্ত

gazi anwar | প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৮ ১৮:০৪

gazi anwar
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৮ ১৮:০৪

আজ আদালত দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও বলপ্রয়োগের অভিযোগে দোষী সাব্যস্ত করে ২৪ বছরের সাজার রায় ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার আদালত।

আদালত রায়ের বিচারক কিম সি উন বলেন, পার্ক জিউন হাই কোম্পানীগুলোকে তার পুরনো বান্ধবী চই সুন-সিলের নিয়ন্ত্রিত দুইটি ফাউন্ডেশনকে ৭৭.৪ বিলিয়ন উয়ন (৭২ মিলিয়ন ইউএস ডলার) দান করতে বাধ্য করেন।
আদালত বলেন, পার্ক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানিকে ওই দাতব্য প্রতিষ্ঠানে এই অর্থ দিতে বাধ্য করেছেন।
আদালতের প্রদত্ত শাস্তি পার্ককে ভোগ করতে হবে।
তবে রায় ঘোষণার সময়ে পার্ক জিউন-হাই আদালতে উপস্থিত ছিলেন না।



আপনার মূল্যবান মতামত দিন: