ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে কাবুলের জঙ্গি সমস্যা সমাধানেরর জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্য আব্বাসির

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৮ ০৫:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৮ ০৫:৫৭

 আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির আমন্ত্রণে  পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী শুক্রবার আফগানিস্তান সফর করেন। কাবুলে তিনি আফগান নেতাদের সংগে নানা বিষয় নিয়ে বৈঠক করেন যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল পারস্পরিক নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী তৎপরতা, রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো।

তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে কাবুলের জঙ্গি সমস্যা সমাধানেরর উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাও আব্বাসির এ সফরের লক্ষ্য।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির আমন্ত্রণে তিনি আফগানিস্তান সফর করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভবনে পৌঁছানোর পর তাকে আফগান সামরিক বাহিনী গার্ড অব অনার দিয়ে সম্মান জানায়। দু’দেশের নেতার মধ্যে সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে আলোচনা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: