যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্রী হেদার নোয়ার্ট এক বিবৃতিতে বলেন, ৭ই এপ্রিল আরেকটি কথিত রাসায়নিক অস্ত্রের আক্রমণের খবরের উপর যুক্তরাষ্ট্র ঘনিষ্ট নজর রাখছে। সিরিয়ার ডুমায় একটি হাসপাতালে লক্ষ্য করে ওই আক্রমণ চালানো হয় বলে বলা হয়।
বিদ্রোহীরা দাবি করে সিরিযার সরকারি বাহিনী শনিবার বেসামরিক লোকজনের উপর বিষাক্ত রাসায়নিক পদার্থের ব্যারেল বোমা ফেলে। বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারায়। সিরিয়া, বিদ্রোহীদের সব শেষ নিয়ন্ত্রিত এলাকা পূর্ব ঘুটায় তাদের আক্রমণ অভিযান অব্যাহত রেখেছে।
সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা মাধ্যম বিদ্রোহীদের দাবি অস্বীকার করছে। ওদিকে সেনারা রাজধানী দামেস্কের কাছে ডুমায় হামলা চালানো শুরু করে।
আপনার মূল্যবান মতামত দিন: