
অর্থ আত্মসাতের চারটি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) সাবেক পাঁচ কর্মকর্তাকে ৬৮ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
এছাড়া রায়ে আরও ২ জনকে ১৭ বছর করে কারাদন্ড এবং একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
৬৮ বছর সাজাপ্রাপ্তরা হলেন, ওরিয়েন্টালের প্রিন্সিপাল ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো: হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মাহমুদুলল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান।
একটি মামলার রায়ে ওই ব্যাংকের গ্রাহক মেসার্স আফাজউদ্দিন ট্রেডার্সের মো. সালাউদ্দিন এবং নূর অ্যন্ড সন্স-এর তরিকুল ইসলামকে ১৭ বছর কারাদন্ডেরর পাশাপাশি জরিমানা করা হয়েছে। মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় ওরিয়েন্টাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমামুল হক চার মামলাতেই খালাস পেয়েছেন। আসামিদের মধ্যে কেবল তিনিই আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক ।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে সংকটে পড়ে। ২০০৯ সালে মালিকানা হাতবদল হয়ে ওরিয়েন্টাল ব্যাংকের নতুন নামকরন করা হয় আইসিবি ইসলামী ব্যাংক।
ওরিয়েন্টাল ব্যাংক থেকে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৬ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর মতিঝিল থানায় এসব মামলা দায়ের করে। তদন্ত কর্মকর্তারা দীর্ঘদিন তদন্ত শেষে ২০১৩ সালে এসব মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন
আপনার মূল্যবান মতামত দিন: