odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

কর্তৃত্ববাদিতা, দখলদারিত্ব, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন এদেশের সংস্কৃতি নয় :হাসানুল হক ইনু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ April ২০১৮ ১৪:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ April ২০১৮ ১৪:৩০

 

 তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কর্তৃত্ববাদিতা, দখলদারিত্ব, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন এদেশের সংস্কৃতি নয়।
তিনি বলেন, ‘শুধু শারীরিক নয়, বিপ্লব ঘটাতে হবে মনে, লোকসংস্কৃতির অকৃত্রিম ধারায় গাইতে হবে মনুষ্যত্বের জয়গান, জাতি সত্তার জয়গান, চলতে হবে অসাম্প্রদায়িক পথে।’
তিনি আরও বলেন, বিদেশি হবার চেষ্টা করে আমরা লোক হাসাবো না, বরং বাঙালি পরিচয়ে বিদেশিদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একাডেমি আয়োজিত তিনদিনব্যাপী ৫ম ‘ফোকলোর সামার স্কুল’ ও আন্তর্জাতিক ফোকলোর কর্মশালার সমাপনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, ভারতীয় অধ্যাপক জওহরলাল হান্ডু, ড. সুখবিলাস বর্মা, ড. অসীমানন্দ গঙ্গোপাধ্যায়, যুক্তরাজ্যের ফোকলোরবিদ জেনিফার রিড, এদেশের ফোকলোরবিদ ড. শেখ মকবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এদেশের চারহাজার বছরের পুরনো সভ্যতার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ ভূখ-ের মানুষ অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজে বিশ্বাসী, জঙ্গি-দানবের স্থান এখানে নেই। নিজস্ব লোকাচারেই এদেশের মানুষের হৃদয় নরম কিন্তু অত্যাচার, অনাচার, দখলদারিত্ব, জাতপাতের বৈষম্যের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার।’
ইনু বলেন, ‘কর্তৃত্ববাদিতা, দখলদারিত্ব, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন এদেশের সংস্কৃতি নয়। এগুলো সবই ইংরেজ-পাকিস্তানি-সামরিক-স্বৈরাচারদের চাপিয়ে দেয়া প্রপঞ্চ, যা সমাজ গ্রহণ করছে না।’
তিনি বলেন, আমাদের সেই মনন বা মানসিক ধাঁচ তৈরি করতে হবে, যা ইংরেজি কায়দায় বাংলা বলবে না, বাংলাকে আরবিকরণ করবে না, স্বাভাবিক পোষাকেই স্বচ্ছন্দ থাকবে -ঢং করতে গিয়ে সং সাজবে না।
তথ্যমন্ত্রী বলেন, ‘এখানে আছে সুফিবাদ, ব্রাহ্মণ্যবাদ, বৌদ্ধ, হিন্দু, ইসলাম, খ্রিস্টান প্রভৃতি ধর্মের কথা। ধর্মচর্চা হয়েছে কিন্তু সংস্কৃতির ধর্মীয়করণ এখানে হয়নি, হয়নি সাম্প্রদায়িকীকরণও। মনুষ্যত্বের স্বীকৃতি, মনুষ্যত্বের জয়গান, মানুষে-মানুষে সমতা, ধর্মের প্রতি সম্মান কিন্তু সাম্প্রদায়িকতা নয়। আছে পরমত, পরধর্ম সহিষ্ণুতা।’



আপনার মূল্যবান মতামত দিন: