ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫
বিএনপি নিজেরাই তো ঠিক নেই কখনও বলে সহায়ক সরকারের কথা, কখনও তত্ত্বাবধায়ক সরকারের কথা

ওবায়দুল কাদের বলেন তারেক রহমানের সাহস আছে কিনা দেশে এসে রাজপথ মোকাবিলা করার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ April ২০১৮ ১৮:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ April ২০১৮ ১৮:২০

 

সেমিনারে অন্যান্যের সঙ্গে উপস্থিত ওবায়দুল কাদের (ছবি- ফোকাস বাংলা)তারেক রহমান রাজনীতি করতে চাইলে তাকে দেশে এসে রাজপথ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারেক রহমানকে দেশে আনার কথা বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের সাহস আছে কিনা।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের আগে তারেক রহমানকে কে ফিরিয়ে আনবে? আমরা? আমরা ফিরিয়ে আনলে তো সেটা বিদেশে পালিয়ে থাকা দণ্ডিত আসামিকে আইনিভাবে দেশে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে আদালতের নির্দেশ আছে। সে ক্ষেত্রে কোনও সমীকরণের বিষয় নেই।’
নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ করার এই দায়িত্বটা ফখরুল সাহেব নিজেও নিতে পারেন। কিন্তু তারা (বিএনপি) নিজেরাই তো ঠিক নেই। তারা কখনও বলে সহায়ক সরকারের কথা, কখনও তত্ত্বাবধায়ক সরকারের কথা। আমরা কোনটা গ্রহণ করবো?’
নির্বাচনের আগে আর সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পরিষ্কার বলে দিচ্ছি, আর পাঁচ-ছয় মাস পরে নির্বাচনের তফসিল। নির্বাচনের আগে এখন আর সংবিধানের বাইরে যাওয়া কোনও সুযোগ নেই। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেভাবেই আমাদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। এর বাইরে যেতে চাইলে চিৎকার করে বলতে পারেন, আন্দোলন করে আদায় করবেন। এই কথা তো শুনেছি ৯ বছর আগে থেকে। ৯ বছরে ৯ মিনিটও তো রাজপথে দাঁড়াতে পারেননি।’
প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচটি ইমামের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, উপ কমিটির সদস্য ও সাবেক ছাএ নেতা  গিয়াস উদ্দিন গিয়াস

 বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ। সেমিনার সঞ্চলনা করেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও মূল প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শফিক উজ জামান।



আপনার মূল্যবান মতামত দিন: