odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

 রাজধানীর পুরানা পল্টন মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছে।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ April ২০১৮ ১৪:২৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ April ২০১৮ ১৪:২৯

 


আজ ভোর ৫টার সময় এ দুর্ঘটনা ঘটে।।
নিহত ব্যক্তি চাঁদপুর জেলার তারাপুরকান্দী গ্রামের মৃত গফুর কাজীর পুত্র মিজান কাজী (৪০)। তিনি পরিবারসহ রাজধানীর বাসাবো এলাকায় থাকতেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত যাত্রী
শাহবাগ থানা সূত্র জানায়, আজ সোমবার ৫টার দিকে পুরানা পল্টন মোড়ে সুপ্রভাত পরিবহন ও বেস্ট ট্রান্সপোর্টের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এ ঘটনায় বাসচালক মিজান গুরুতর আহত হয়। 
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাসসকে বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর মিজানসহ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান,মিজানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।
এ ঘটনায় অন্য চালক পলাতক রয়েছে। শাহবাগ থানায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: