ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫
বসে নেই জামাত শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর হুমকি দিয়ে যাচ্ছে

সমগ্র বাংগালী জাতীর অধিকার অক্ষুন্ন রাখার প্রয়োজনিতা অনুধাবন করে কোটাসংকার আন্দোলকে কেন্দ্র করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ইত্তেফাক এর চিপরিপোর্টার এর জিবন হুমকির মুখে।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ April ২০১৮ ২১:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ April ২০১৮ ২১:০৭

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্য ও দৈনিক ইত্তেফাকের প্রধান প্রতিবেদক আবুল খায়েরকে সংবাদ প্রকাশের জের ধরে হত্যার হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। 
 
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ বৃহস্পতিবার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হুমকি দাতাদের গ্রেফতারের দাবি জানান। 
 
বিবৃতিতে নেতারা বলেন, হুমকিদাতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবুল খায়েরের বিরুদ্ধে মানহানিকর বিভিন্ন পোস্ট দিচ্ছে, যা অনভিপ্রেত। থানায় জিডি করা হলেও জড়িতদের এখনও গ্রেফতার না করায় আমরা উদ্বিগ্ন। সাংবাদিক আবুল খায়ের ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা। 
 
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল দৈনিক ইত্তেফাক পত্রিকায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংবাদ প্রকাশের পর আবুল খায়েরকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করা হয়। এ বিষেয়ে তিনি তেজগাঁও থানায় একটি জিডি করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: