
ওয়াশিংটন, ২ মে, ২০১৮ : যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইসরাইলের নতুন প্রকাশিত গোয়েন্দা তথ্য নির্ভরযোগ্য এবং এর অনেক বিষয়ই মার্কিন বিশেষজ্ঞদের কাছে নতুন। খবর এএফপি’র।
পম্পেও ইসরাইলের সামরিক সদরদপ্তরে রোববার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তাকে এই বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়। ওয়াশিংটনের এই নতুন শীর্ষ কূটনীতিক দেশে ফেরায় নথিটি প্রকাশ করা হয়।
পম্পেও তার বিমানে থাকা সাংবাদিকদের বলেন, গতকাল আলোচনার কিছুক্ষণ আগে আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি এবং এই ব্যাপারে অবশ্যই আমরা কথা বলেছি।
এই ব্যাপারে ‘আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে, এসব নথি যথার্থ এবং বিশ্বাসযোগ্য।’
আপনার মূল্যবান মতামত দিন: