ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫
গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন শেখ হাসিনার সরকার করবে না

সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্বের আইন  কর‌বে না: তথ্যমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ May ২০১৮ ১৮:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ May ২০১৮ ১৮:০২

  বৃহস্প‌তিবার (৩ মে) জাতীয় প্রেসক্লা‌বের ভিআইপি লাউ‌ঞ্জে ‘বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস’ উপল‌ক্ষে  জাতীয় প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ব‌লে‌ছেন, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এমন আইন বাংলাদেশে শেখ হাসিনার সরকার করবে না। গণমাধ্যম সংকোচনে সরকার বিশ্বাসী নয়।

তথ্যমন্ত্রী ব‌লেন, ‘সরকার ও সাংবাদিক  প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক সম্পর্ক বজায় রেখে মুক্ত গণমাধ্যমের বিকাশে ভূমিকা রাখছে। তারপরেও যে মহলগুলো থেকে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে, তার ব্যবস্থা আমরা নিচ্ছি।’

হাসানুল হক ইনু ব‌লেন, ‘সরকার ও গণমাধ্যম পরিপূরক সম্পর্ক বজায় রাখছে। কিন্তু মালিকপক্ষের ভূমিকা কোন মাধ্যমের জন্য কতটুকু সহায়ক, তা বিশ্লেষণ করার সময় এসেছে। আগে পত্রিকা বের করতো পেশাদার সাংবাদিকরা। আর এখন পত্রিকা বের করে সম্পাদক হচ্ছে ব্যবসায়ীরা। সুতরাং একটা সমস্যা হচ্ছে। ওই পত্রিকা বা গণমাধ্যম ব্যবসায়ী যে সিস্টেমে চলছে, সেই সমস্যাটা সাংবাদিক এবং সরকার কিভাবে মোকাবিলা করবে, সেটা আমাদের ভাবতে হচ্ছে।’

সরকারের প্রতিপক্ষ হচ্ছে জঙ্গিগোষ্ঠী-মাফিয়া- কালোবাজারি  দাবি করে তিনি বলেন, ‘বর্তমান সরকার ও আইন-শৃঙ্খলাবাহিনীর প্রতিপক্ষ গণমাধ্যম নয়। গণমাধ্যম তাদের পরিপূরক। সরকারের প্রতিপক্ষ হচ্ছে জঙ্গিগোষ্ঠী-মাফিয়া-কালোবাজারি, যারা সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত।’

মন্ত্রী আরও বলেন, ‘যারা অপরাধ করবে, তাদের সবার বিরুদ্ধে লেখার অধিকার একজন গণমাধ্যমকর্মীর। সে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কিংবা মন্ত্রী ‌হোক না কেন। আর গণমাধ্যমে প্রকাশ হয় বলেই সরকার এত দ্রুত পদক্ষেপ নিতে পারছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে। যদি গণমাধ্যম কর্মী কোনও প্রতিবেদন তৈরির পর কোনও ভূমিদস্যু বা কোনও ক্ষমতা অপব্যবহারকারী আপনাদের ওপর চড়াও বা বিপদে ফেলার চেষ্টা করে, তাহলে মনে রাখবেন আমরা তাদের পক্ষে না, আমরা আপনাদের পক্ষে আছি।’

জঙ্গিবাদ গোষ্ঠী এখনও গণমাধ্যমের সঙ্গে জড়িয়ে আছে দাবি করে ইনু বলেন,‘জঙ্গিবাদ গোষ্ঠী এখনও গণমাধ্যমের সঙ্গে জড়িয়ে আছে। ফলে গণতন্ত্র কিছুটা হুমকির মুখে আছে। মাঝেমাঝে গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যাতে আমরা বিব্রত হচ্ছি। পাকিস্তানি জঙ্গিবাদের মতো দেশ পরিচালনা করতে না চাইলে, গণমাধ্যমই আমাদের একমাত্র ভরসা। তাই আপনা‌দের আহ্বান কর‌বো, সত্য প্রকাশ কর‌তে কখ‌নও ভয় পা‌বেন না।’

জাতীয় প্রেসক্লা‌বের সভাপ‌তি শ‌ফিকুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে সভায় উপ‌স্থিত ছি‌লেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: