ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

হামাসের সামরিক শাখার ৬ সদস্য নিহত গাজায় বিস্ফোরণে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ মে ২০১৮ ২১:০৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ মে ২০১৮ ২১:০৩

 

 গাজা ভূখ-ের মধ্যাঞ্চলে শনিবার এক বিস্ফোরণে ছয় জন নিহত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা একথা জানিয়েছে।
এদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, নিহতরা তাদের এই শাখার সদস্য। খবর এএফপি’র।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় জনের প্রাণহানি ও তিন জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে এই ঘটনায় পাঁচ জন প্রাণ হারিয়েছে বলে জানানো হয়েছিল।
গাজার ইসলামপন্থী শাসকদের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেড এই ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করে জানিয়েছে, এই বিস্ফোরণে তাদের দলের সদস্যরা হতাহত হয়েছে।
তবে তারা তাদের অভিযোগের পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি।
এদিকে এ ব্যাপারে ইসলাইলের এক নারী সামরিক মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: