
মালয়েশিয়ায় ব্যাপক কেলেংকারির মুখে পড়া সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী রোসমাহ মানসুরকে দেশ ত্যাগে শনিবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির নির্বাচনে নাজিবের জোট পরাজিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা জারি করা হলো। অভিবাসন প্রধান একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী এএফপিকে বলেন, ‘অভিবাসন বিভাগ নাজিব ও রোসমাহ’র দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।’
এদিকে নাজিব এক টুইটার বার্তায় বলেছেন, ‘মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এই মাত্র আমাকে অবহিত করলো যে আমার ও আমার স্ত্রীর বিদেশে যাওয়ার অনুমতি নেই। আমি এ সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। আমার পরিবারকে নিয়ে আমি দেশেই থাকবো।’
নাজিব ও রোসমাহ ইন্দোনেশিয়ায় চলে যাচ্ছেন এমন গুজব ছড়িয়ে পড়ার পর এ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলো।
আপনার মূল্যবান মতামত দিন: