ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
হসিমুখ যুবক অকালেই জিবনের ইতি

ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার ভি আই পি গেটের সবার প্রিয় রুমেল আর নেই

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ মে ২০১৮ ০৫:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ মে ২০১৮ ০৫:৫৫

ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার ভি আই পি গেটের সবার প্রিয় রুমেল আর নেই, এত মন খোলা সদাহাস্যজ্জল মানুষটিকে দেখে বুঝাই যায় নি তার ভিতরে ছিল এত বড় ক্ষত! 

মরন ব্যাধি ক্যান্সার কেড়ে নিল সদা হাস্যজ্জল এই মানুষ টিকে ভালো মানুষ কে মহান আল্লাহ্‌ ভালো বাসে তাই নিয়ে যায় একটু আগেই তার কাছে, রুমেল ভাই ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার ভি আই পি গেটে যার সাথে পরিচয় ২০১৩ সালে সেবার প্রথম মেলায় শিশু পার্ক দেই, আর রুমেল ভাই ভি আই পি গেটের দায়িত্বে আমি যেহেতু অটিসটিক ও প্রতিবন্ধী দের বিনামূল্য বিনোদন এর ব্যাবস্থা করি আর আমার পার্কটি ও ভি আই পি গেটের পাশে তাই প্রতিবন্ধীদের ভি আই পি গেট দিয়ে ঢুকলে সুবিধা হয়, ভি আই পি গেট ভি আই পি দের জন্য ঐ গেট দিয়ে সাধারণ মানুষ ঢুকতে সাহস করেনা সেখানে প্রতিবন্ধী তো দূরে, কিন্তু সদা সহাস্যমুখ রুমেল ভাই প্রতিবন্ধীদের সেই ভি আই পি গেট দিয়ে ঢুকতে দিত হাসিমুখে এবং আমাকে উৎসাহ যোগাত আমার কাজে । বলত ভাইজান ভালই কাজ করছেন । চালিয়ে যান আজকেও ১০ জন কে ছারলাম এভাই  প্রায়শই আমাকে জানান দিত। কৃতজ্ঞতা সরুপ আমি কেবল ধন্যবাদ দিতাম এতেই রুমেল ভাই সেই সুন্দর হাসি দিয়ে আমাকে মুগ্ধকরতো।  বয়সে আমার চেয়ে ৪/৫ বছরের বড়  হবে তারপর ও তার কাছে শিখেছি মানুষকে কিভাবে সম্মান করতে হয়, বছরে একমাস শুধু বানিজ্য মেলার মাঠে দেখা হত অথচ সে ছিল কত আন্তরিক কত আপন, তা বলে বুঝানো যাবে না মনে হত কত আপন কত ভালো একটি মানুষ, ফেসবুকে আবু সাদেক এর পোস্ট এ যখন দেখলাম রুমেল ভাইকে নিয়ে স্ট্যাস্টাস প্রিয় রুমেল ভাই আর নেই তখন বিশসাস হয় নি হতভম্ভ হয়ে গিয়েছিলাম এত ভলো মানুষ কিভাবে মারা গেল আবু সাদেক এর কাছে জানতে  পরলাম মরন ব্যাধি ক্যানসার কেরে নিয়েছে আমাদের এই প্রিয় ভাইটিকে, অথচ আমরা বুঝতে পারিনি বা ভাই আমাদের বুঝতে দেয়নি ,এবারো জানুয়ারি মাস তার সাথে প্রায় প্রতিদিন দেখা হয়েছে অথচ দেখে বুঝিনি ভাই মরন ব্যাধি নিয়ে আমাদের হাসিমুখে বিদায় জানচ্ছে । দোয়া করি আল্লাহ্‌র  কাছে ,মানুষের জন্য নিবেদিত এই রুমেল ভাইকে আল্লাহ্‌ যেন মাফ করে বেহেস্তবাসী করে।



আপনার মূল্যবান মতামত দিন: