ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন শেখ হাসিনার শাসনআমল দেশ উন্নয়ন এর রোলমডেল এ পরিনত হয়েছে

টংগিবাড়ী উপজেলা যশলং ইউনিয়ন ও ওয়ার্ডের আাওয়ামীলীগ কর্মীদের মাঝে ঈদের পাঞ্জাবি বিতরন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ মে ২০১৮ ২৩:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ মে ২০১৮ ২৩:৪৫

আজ শুক্রবার বিকাল ৫টায় টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়ির প্রাঙ্গনে ইফতার-দোআ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ ২ আসনের  সংসদসদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

টংগিবাড়ী উপজেলা যশলং ইউনিয়ন ও ওয়ার্ডের আাওয়ামীলীগ কর্মীদের মাঝে ঈদের পাঞ্জাবি বিতরন
এর সময় সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন শেখ হাসিনার শাসনআমল দেশ উন্নয়ন এর রোলমডেল এ পরিনত হয়েছে ।

এসময় আরো 
উপস্হিত ছিলেন ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা চেয়ারম্যান, টংগিবাড়ী।
রাহাত খান রুবেল ও এমিলি পারভীন, ভাইস চেয়ারম্যান, টংগিবাড়ী উপজেলা পরিষদ।
নবীন কুমান রায়, টংগিবাড়ী উপজেলা আওয়ামীলীগ।
রবু মাদবর, সভাপতি ও
নজরুল ইসলাম দেওয়ান-সাধারণ সম্পাদক, যশলং ইউনিয়ন আওয়ামীলীগ, আকলিমা আখি, সদস্য - জেলা পরিষদ।
আলমাস চৌকদার- চেয়ারম্যান -যশলং ইউনিয়ন আওয়ামীলীগ।
এখানে ইফতার- নামাজ পর্ব শেষে এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যান যশলং ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এর প্রত্যেক নেতাকর্মীদের কে ঈদের পাঞ্জাবী উপহার দেন।



আপনার মূল্যবান মতামত দিন: