
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর একটি (স্কয়ার) হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ মাকে স্কয়ার হাসপাতালে দেখতে গিয়ে বুধবার রাত ৮টার দিকে তিনিও অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতিঝিলের কাউন্সিলর মমিনুল হক সাঈদ জানান, ‘বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে এসে হঠাৎ স্টোক করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এরপর থেকে ডা. তৌহিদুজ্জামানের তত্ত্বাবধানে সিসিইউতে চিকিৎসা চলছে তার। বৃহস্পতিবার বিকাল ৫টার আগে তার শারীরিক অবস্থা সর্ম্পকে ভাল কিছু বলা যাচ্ছে না বলে ডাক্তার জানিয়েছেন।’
সম্রাটের অসুস্থতার খবর পেয়ে সকালে হাসপাতালে দেখতে যান যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
ঢাকা দক্ষিণ যুবলীগের সহ সভাপতি জানান যুব বন্ধু প্রানের সভাপতি সম্রাট ভাই ও তার মায়ের দ্রুত সুস্থতার জন্য বৃহস্পতিবার বাদ আসর এবং শুক্রবার বাদ জুম্মা যুবলীগের নেতাকর্মীদের দোয়ার আয়োজন প্রতিটি মহল্লা র মসজিদে হয়ে বিভিন্ন নগর ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ যার যার সুবিধা মতক স্থানে দোয়া মাহফিলে শরিক হন নগর নেতা সবচেয়ে অংশ গ্রহণ করেছে গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদে ৭/৮ জন শহ শতাধিক ওয়ার্ডে ও বিভিন্ন নেতা কর্মী সহ হাজারো মুসুল্লি ও মাদরাসা এতিম রা ও দোয়া করে, সহ সভাপতি মাহবুবুর রহমান পলাশ বলে ভাই অসুস্থ হবে এজন্য আল্লাহ্ র সাহাজ্য লাগবে এ আমাি ডা. দিপু আপাকে বলার পর আশা খুব ব্যাথিত কনঠে জানাল ঈদে আমাকে সম্রাট বেশ কিছু কাপড় দিয়েছিল আমার এলাকার গরিদ দুখী জন্য তা লোকদের মাঝে বনটকরি, ূোয়া করি আললা যেন ও কে দ্রুত সুস্থতা দান করে কারো জন্য অপেখা করার দরকার নেই যে যেভাবে পার মহান আললাহর কাছে মনবখুলে দোয়া চাবে যুব বান্ধব মানবিক এ নেতাকে আললকা হেদায়েতের সহিত হায়াত দা করুক, মাইউদদিন রানা, সারোায়ার হোসেন মননা সোহরাব হোসেন সবপন, মসজিদ এর খতিব মুফতি মুফতি হাফেজ মুজামমিল হাজাররে মুসুললির হাত আললার কাছে দোয়া করে আললাহ যেন ইসমাইল চৌধুরীর মতা সাবেরা বেগম এবং ইসমাইল চৌধুরী সম্রাট কে নেক হায়াত দান করে আজ ঢাকা দ সিটি কর্পোরেশন এর মেয়র ও ক্ষিন পরিবারের বরাত দিয়ে ইসমাইল চৌধুরী সম্রাট এবং তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: