
কাওমি মাদ্রাসার ছাএদের মূল্যায়ন শেখ হাসিনার বড় অর্জন এমিলি।
রবিবার বিকালে টংগিবাড়ী উপজেলাধীন আড়িয়াল ইউনিয়ন এর "জামিয়া আরাবিয়া বিক্রমপুর বাদশাহি দারুলউলুম মাদ্রাসার উন্নয়ন মুলক কার্যক্রম দেখতে গেলে
মাদ্রাসার কোমলমতি শিশুরা আনন্দিত হয়ে সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলিকে জরিয়ে ধরে, এমিলি ও উৎফুল্ল চিওে শিশুদের আদর করে এবং তাদের খোঁজখবর নেন,
তিনি ছাএদের বলেন কওমি মাদ্রাসার ছাত্ররা এতদিন ছিল অবহেলিত। আজ আওয়ামীলীগ এর কল্যানে শেখ হাসিনার দূরদর্শিতায়,বিদ্যালয় এবং কলেজ এর ছাএ ও মাদ্রাসার ছাত্ররা সমমর্যার অধিকারী, এমিলি প্রধান মন্ত্রী তাদের যে মুল্যায়ন করেছে এজন্য শেখ হাসিনার জন্য এবং তার জন্য দোয়া চান, তিনি কোমলমতি ছাএদের ভালোমতো লেখাপড়া করার উপদেশ সহ সকল বিভ্রান্তির উপর থেকে নিজেদের রক্ষাকরে দেশ ও জাতির কল্যাণকর কাজ করার আহবান জানান
আপনার মূল্যবান মতামত দিন: