ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫
সিলেট সিটি নির্বাচনে ব্যাপক কারচুপি অবশেষ জয়ি বিএনপি

সিলেট নির্বাচন ফলাফল গননার আগে বর্জন জয় পাওয়ার পর আনন্দ মিছিল বিএনপির

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ July ২০১৮ ০৬:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ July ২০১৮ ০৬:৩৭

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক। ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি ২টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। স্থগিত হওয়া ২টি কেন্দ্রের ভোটর সংখ্যা ৪৭৮৭ ভোট।

সোমবার (৩০ জুলাই) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা চলে এই ভোট গ্রহণ। এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন জামায়াত ও বিএনপির প্রার্থী। তারা অভিযোগ করে বলেন, ৪১টি কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁরা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ পাঠিয়েছেন।

সিলেট সিটির ২৭ ওয়ার্ডে ১৩৪ ভোটকেন্দ্রে কক্ষের সংখ্যা ৯২৬টি। এসব ভোটকেন্দ্রে ১৩৪ জন প্রিসাইডিং অফিসার, ৯২৬ কক্ষে সম-সংখ্যক সহকারি প্রিসাইডিং অফিসার এবং কক্ষে দুইজন করে ১৮৫৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।

এ সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। তবে, এ সিটিতে পুরুষ ভোটার বেশি। এ সিটিতে মেয়র প্রার্থী ৭ জন।



আপনার মূল্যবান মতামত দিন: