ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বেদের মেয়ে জোছনার ইলিয়াছ কাঞ্চন, কার জন্য বাংলার কোমল মতি ছাএদের উসকে দিচ্ছেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ আগস্ট ২০১৮ ১৮:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ আগস্ট ২০১৮ ১৮:৩৯

ইলিয়াছ কাঞ্চন। বেদের মেয়ে জোছনার নামকরা নায়ক। রুপালী পর্দা থেকে এসেছেন বাস্তবের নায়ক হতে। স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু তাকে আকুল করে তোলে নিরাপদ সড়কের দাবিতে ব্যাকুল ভাবে।রুপালী পর্দার চকচকে নায়ক সাধারন মানুষের কাছে তার আবেদনওটাও ভীষন। আমাদের রোভারস্কাউটের ভাইয়েরা মারা গেল সড়ক দুর্ঘটনায়। আমরাও ক্যাম্পেইন করবো। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আশিকুর রহমান খান ভাইয়ের করা শ্লোগান পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়।শ্লোগান নিয়ে আমরা তৈরি।এর আগেও কাঞ্চন ভাইয়ের সাথে প্রেসক্লাব সহ বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করেছি। কাঞ্চন ভাই বড় মানুষ হয়তো হাফ প্যান্ট পরা ছোট মানুষগুলির কথা হয়তো উনার মনে না থাকতেই পাবে। কিন্ত নিদেনপক্ষে উনার সাথে ওতপ্রোত ভাবে কাজ করেছিলেন বিটিভির উপস্থাপক শহীদুল হক খান।তাকে তো তার মনে থাকার কথা।যাক সে কথা । নিরাপদ সড়ক নিযে বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটন এর সাথে যৌথ ভাবে কাজ করবেন বলে কাঞ্চন ভাই আসলেন। সম্পাদক সাহেবের সাথে কথা বললেন যৌথভাবে কাজ করার জন্য নিজেই সংবাদ সম্মেলনের তারিখ ঠিক করলেন । ভেন্যু দিলেন স্কাউটসের কনফারেন্স রুম। নির্ধারিত তারিখে উনি আসলেন না। আমি কয়েকবার উনার অফিসে যায়যায়দিন পত্রিকার সাথে লাগোয়া তে গেলাম। উনি বেদের মেয়ে জোছনার গানের মতো... আসি আসি বলে ...জোসনা ফাকি দিয়েছে সাংবাদিক ভাইয়েরা আসলেন। উনি কেন আসলেন না তা নিয়ে অনেক প্রশ্ন শুনতে হলো আমাদের। স্কাউটসের সম্মান রক্ষার্থে সেদিন সাংবাদিক ভাইযেরা সম্মেলন এর সংবাদ আর ছাপাননি। আমরা বুজলাম অভিনেতা চিরদিনই অভিনেতা। হোক সে একুশে পদক প্রাপ্ত কিংবা স্বাধীনতা পদক প্রাপ্ত। এখনতো পদকের জন্য দেখি অনেকে সরকারের কাছে ভিক্ষা চায়। ১৯৭৫ এর পরবর্তী পদক কি জিনিস তা সবাই জানে। বাংলাদেশ অলিম্পিক এর সাথে যখন যৌথ সাইকেল র‌্যালি করতে যাই তখন মহাসচিব সাহেবকে জাতিসংঘের ঘোষনাকৃত DECADE OF ACTION এবং Make Road Safe এর কাগজপত্র দেখাতে হয়েছিলো । উনি বলেছিলেন এগুলো ইলিয়াছ কাঞ্চন এর থাকবে। আপনার কেন। আমি বললাম আমি তো ক্ষুদ্র মানব এই জন্য। আমি একা ছিলাম না । আমার সাথে ছিলেন বাংলালিংক বাংলার পথের উপস্থাপক ও নির্দেশক আমার প্রিয় একজন মানুষ হাসান ইমাম চৌধুরী টিংকু।আজ বাংলার মানুষ নিরাপদ সড়ক চাই বলতে বুঝে ইলিয়াছ কাঞ্চন ভাইকে । ওনি যদি সড়ক হত্যার এই দুর্দিনে অবুঝ বাচ্চাগুলোর মাথায় হাত দিয়ে একটু স্নেহের পরশ বুলিয়ে দিতো তাহলে আমার আক্ষেপ থাকতো না, সড়কে চলাচলকারি লোকদের এতোটা ভোগান্তিও হয়তো হতো না । শুনেছি যে যত বড় ....সে তত বড় ...... কথাটি কী সত্যি।



আপনার মূল্যবান মতামত দিন: