odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

স্কুল ড্রেস তৈরির হিড়িক পড়েছে: ডিএমপি কমিশনার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ August ২০১৮ ২৩:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ August ২০১৮ ২৩:১১

 

 

ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে শিক্ষার্থীদের কর্মসূচিতে অনুপ্রবেশকারীরা ঢুকেছে বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘আমরা গোয়েন্দা সূত্রে প্রমাণ পেয়েছি, স্কুল ড্রেস তৈরির হিড়িক পড়েছে। স্কুলড্রেস পরে ছাত্রদের মাঝে ঢুকে যৌক্তিক আন্দোলনকে অন্যখাতে প্রবাহিত করে ঘোলা জলে মাছ শিকার করতে চাচ্ছে একটি চক্র। এ কারণে আমরা ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

শনিবার (৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কমিশনার বলেন, ‘ছাত্রদের উদ্দেশ্য মহৎ। একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় তারা। নিরাপদ সড়ক চায় তারা। সরকার যেমন সমর্থন দিয়েছে, আমরাও পূর্ণ সমর্থন করি। তবে ইতোমধ্যে আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট, সোশ্যাল মিডিয়া রিপোর্ট ও সোর্স রিপোর্টের ভিত্তিতে এটা নিশ্চিত, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অনুপ্রবেশকারী ঢুকেছে। যার কারণে আমরা কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। অনুপ্রবেশকারীদের সাধারণ ছাত্রছাত্রীদের বেশে ঢুকে নানা ধরনের অন্তর্ঘাতমূলক ভায়োলেন্স করার অপচেষ্টা লক্ষ্য করছি।’



আপনার মূল্যবান মতামত দিন: