ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

জাবালে নূর পরিবহনের ৬টি বাস রাজধানীতে আটক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ August ২০১৮ ১৯:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ August ২০১৮ ১৯:১৫

 

 

সম্প্রতি রাজধানীতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত জাবালে নূর পরিবহনের ৬টি বাস আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রুট পারমিট বাতিল করা সত্বেও জাবালে নূর পরিবহনের বাস চালানোর অভিযোগে শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা এসব বাস আটক করে।
র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভূঁইয়া আজ বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাস চাপায় মিম ও রাজিব নামে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন: