
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকা সংলগ্ন একটি বস্তিতে আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন মানসিক প্রতিবন্ধী এক যুবক। তার নাম রবিউল হোসেন (৩০)। রবিবার পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে আগ্রাবাদ, কালুরঘাট ও বায়েজিদ স্টেশনের আটটি ইউনিট। তাদের ঘণ্টাখানেকের চেষ্টায় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ৩৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
জানা গেছে, আগুন লাগার সময় রবিউল ইসলাম শিকলে বাধা অবস্থায় ঘরে বন্দী ছিলেন। তার মা গিয়েছিলেন ভিক্ষা করতে। আগুনে সবাই দৌঁড়ে পালালেও দগ্ধ হয়ে মারা যান রবিউল ইসলাম।
আপনার মূল্যবান মতামত দিন: