ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫
একাত্মতা প্রকাশ, সর্বোচ্চ সহ-যোগীতার আশ্বাস

নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে নগরবাসীর প্রতি মেয়রের আহবান এগিয়ে আসলেন যুববন্ধু সম্রাট

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ August ২০১৮ ০৫:২৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ August ২০১৮ ০৫:২৩

 ঢাকা মহানগর বাসী আমাকে তাদের সেবা করার দায়িত্ব দিয়েছে, নগর বাসীকে আমি সমৃদ্ধশালী একটি ঢাকা দিতে চাই ।

নগর ভবনে পরিচ্ছন্নতাকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মেয়র বলেন, এক্ষেত্রে আপনাদের সহ-যোগিতা দরকার, আর আপনারা নগরবাসির ট্যাক্স এর টাকায় জিবিকা নির্বাহ করেন তাই আপনাদের ইমানি দায়িত্ব নগর বাসিকে সাচ্ছন্দ্যবোধ এ রাখা,  সকলের ঐকান্তিক প্রচেস্টায় তা সম্ভব। এজন্য নগরীর জনসাধারণের সহযোগিতা নিয়ে ঢাকা কে তিলোত্তমা হিসাবে গরে তুলতে নগর বাসির সহযোগিতা চাই। 

মেয়র সাঈদ খোকনের এ আহবান সম্পর্কে জানতে চাইলে নগর সভাপতি সম্রাট বলে যুবলীগ মানেই শেখ হাসিনার ভ্যানগার্ড, শেখ হাসিনার নিদের্শিত যে কোন কাজই যুবলীগের দায়িত্ব, নগর ভবন এর উদ্যোগে ১ মিনিটে পরিস্কার ঢাকা,কর্মসুচীতে যুবলীগ এর অংশগ্রহন ছিলো চোখে পরার মত যুববন্ধু ইসমাঈল চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ও যুবজাগরনের চেয়ারম্যান আলহাজ্জ্ব ওমর৷ ফারুক চৌধুরীর নির্দেশনা মোতোবেক ঢাকা দক্ষিন যুবলীগ সর্বদা সফল রাস্ট্র-নায়ক শেখ হাসিনা জন্য প্রস্তুত।
ঢাকা দক্ষিন সিটিকরপোরেশন মেয়র সাঈদ খোকনের কাজে সন্তুটি প্রকাশ করেন যুববনধু ইসমাঈল চৌধুরী সম্রাট,
তিনি বলেন যারা ঈদে গ্রামে যাবেন তারা তাদের কর্মী কলিগদের তাদের কাজ কর্ম বুজিয়ে দিয়েন, যার যার এলাকা সে সে নিজ দায়িত্বে সিটি করপোরেশন এর পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা এবং মহল্লা বাসিদের বুঝিয়ে তাদের কাছে সহযোগিতা চাওয়া, এতে করে মেয়র সঈদ খোকনের যেমন বিগত দিনের রেকর্ড ঠিক থাকবে, আমার নেএীর ভাবমূতি বারবে, জনগনের ভোগান্তি কমবে,
সামনে নির্বাচন তাই যুবলীগের কর্মীদের এখন থেকেই পস্তুতি নেওয়ার আহবান এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে কর্মীদের কাছ থেকে, বিদায় নেয় সম্রাট।



আপনার মূল্যবান মতামত দিন: