
আজ শুক্রবার বিকেল ৪টায় লৌহজং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে #বাংলাদেশ_কেন্দ্রীয়_আওয়ামীলীগ_এর_প্রেসিডিয়াম_সদস্য_মরহুম_জাকির_খানের অকালমৃত্যুতে স্মরণ সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদসদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওসমাণ গণি তালুকদার ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক জনাব মেহদি হাসান,
এম কে আনোয়ার ও
বিএম সোহেভ।
জনাব রশিশ মোল্লা, উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টামন্ডলীর সদস্য।
উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক
আবু ফয়সাল নিপু ফকির ও রোহল মোড়ল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিক খান।
জনাব মনির হোসেন মোড়ল - সভাপতি,কনকসার ইউনিয়ন আওয়ামীলীগ।
পরিচালনায়ঃ
উপজেলা যুবলীগ এর সাঃ সম্পাদক শাহজাহান খান সাজু।
সভাপতিত্ব করেন আলমগীর কবির খান, সভাপতি,লৌহজং উপজেলা যুবলীগ।
আয়োজনে লৌহজং উপজেলা যুবলীগ।
আপনার মূল্যবান মতামত দিন: