-2018-10-06-22-24-55.jpg)
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানের মালখানগর ডিগ্রি কলেজ কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘সভাপতি’ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় এইচএসসি ও অনার্স এর ১০ জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা ও এক সেটে ৪ টি করে উপন্যাসের বই দেওয়া হয়। গতকাল শনিবার বেলা ১১ টায় কলেজ অডিটরিয়ামে সভাপতির ব্যবস্থাপনায় গভর্নিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং কমিটির সভাপতি ড. নূহ- উল-আলম লেনিন। কলেজের অধ্যক্ষ মো. সফিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্প
পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তাহিয়াত হোসেন।
এছাড়া অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মন্ধসঢ়;জুরুল আলম, কলেজ গভর্নিং বডি সদস্য সামসুল হক, স্কুলের গভর্নিং বডি সদস্য কাজী নজরুল ইসলাম পিন্টু, উপজেলা মহিলালীগ নেত্রী সিমা রানী ব্যানার্জী প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: