odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 3rd November 2025, ৩rd November ২০২৫

ডিম সল্প আয়ের মানুষের জন্য আমিষের সহজ লভ্য উৎস

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ October ২০১৮ ০১:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ October ২০১৮ ০১:৫৮

জাহাঙ্গীর আলম: ডিম নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে, ডিম হার্টের জন্য উপকারী, ডিম খেয়ে ওজন কমানো যায়, ব্রেইন ডেভেলপমেন্ট এবং হাড় মজবুত করতে ডিম অত্যন্ত কার্যকর।

ডিমের দাম যেহেতু অন্যান্য আমিষ জাতিয় খাদ্যের তুলনায় অনেক কম , তাই ডিম সল্প আয়ের মানুষের জন্য আমিষের সহজ লভ্য উৎস হিসেবে বিবেচিত।


মেডিকেল সাইন্সের রিপোর্ট অনুযায়ী, ডায়াবেটিসের রোগিরাও ডিম খেতে পারবেন।   অনেকে ডিমের কুসুম না খেয়ে সাদা অংশ খান এতে তারা ডিমের পরিপূর্ণ পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রতিটি ডিমের গড় দাম ৭ টাকা ধরে ২০১৬-১৭ অর্থবছরে দেশে প্রায় ১০ হাজার ৪৫২ কোটি টাকার ডিম বাণিজ্য হয়েছে।

এই হিসাবে চলতি অর্থবছরে ডিম নিয়ে প্রায় ১১ হাজার ৬৫৫ কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছে বিপিআইসিসি।


২০০৭-০৮ অর্থবছরে যেখানে ৫৬৫ কোটি ডিম উৎপাদন হয়েছিল, সেখানে ২০১৭-১৮ অর্থবছরে তা বেড়ে ১৫৫২ কোটি হয়েছে।


বিপিআইসিসির হিসাবে, দেশে এখন বাণিজ্যিকভাবে প্রতিদিন গড়ে ৩ কোটি ৮০ লাখ ডিম উৎপাদন হয়।

আর প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, গৃহপালিত মুরগি, হাঁস ও কোয়েল পাখির ডিম হিসাবে ধরলে দৈনিক গড় উৎপাদন ৪ কোটি ৭১ লাখের বেশি হবে।



আপনার মূল্যবান মতামত দিন: