
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ আরও অধিকতর তদন্ত ও প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে ফের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২২ অক্টোবর, সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাম রাব্বানি বলেন, ‘ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে নিবিড়ভাবে তদন্ত করার উদ্দেশে কর্তৃপক্ষ নতুন কমিটি গঠন করেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের খুঁজে বের করতে এই কমিটি গভীরভাবে তদন্ত করবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক নাসরীন আহমেদকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠিত হয়। প্রক্টর একেএম গোলাম রাব্বানিকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. ইমদাদুল হক, অধ্যাপক অসীম সরকার ও সিন্ডিকেট সদস্য বাহলুল মনজুন চুন্ন।
১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠায় তিন সদস্যের কমিটি গঠন করেছিল প্রশাসন।
প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যেই গত ১৬ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: