ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

হবিগঞ্জে বঙ্গবন্ধু হাইস্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন, উচ্চ শিক্ষার স্বপ্ন চা শ্রমিকদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১৬:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১৬:৪৯

বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে চুনারুঘাটের লালচান্দ চা বাগানে। ফলে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখতে শুরু করেছেন বাগানবাসীরা।

শুক্রবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের উদ্যোগে বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চা বাগানের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. আবুল খায়ের।

এসময় উপস্থিত ছিলেন- লালচান্দ চা বাগানের ম্যানেজার মোফাজ্জল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, দেউন্দি চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক রিয়াজ আহমেদ, চুনারুঘাট উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত প্রমুখ।

চুনারুঘাট উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। দেড় মাসের মধ্যেই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হবে। শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ক্লাস শুরু হবে।

লালচান্দ চা বাগানের শ্রমিক সুনিতা বাউড়ি বলেন, এলাকায় কোনো স্কুল না থাকায় তার তিন সন্তানের কেউই হাইস্কুলে যেতে পারেনি। এ স্কুলটি হওয়ায় এখন আর কেউ উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে না।

প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের বলেন, চা শ্রমিকরা যুগ যুগ ধরে অবহেলিত। লাল চান্দ চা বাগানে মনোরম পরিবেশে বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত স্কুলটি চা শ্রমিকদের সন্তান এবং আশেপাশের এলাকার লোকজন শিক্ষার আলোয় আলোকিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: