ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মৌলিক অধিকার শিক্ষাক্ষেত্রে শেরপুরে সততা ষ্টোর উদ্বোধনে শিক্ষা উপকরণ বিতরণ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮ ১৯:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮ ১৯:৪৩

আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ ‘বন্ধ হলে দূর্নীতি উন্নয়নে আসবে গতি, দেশপ্রেমে শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন’ স্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়ার শেরপুরে টাউনকলোনী এ জে উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


গত ১৪ নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন দুদক এর উপ-পরিচালক আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন দুদক এর সহকারী- পরিচালক সুদ্বীপ কুমার চৌধুরি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তর, সহ সভাপতি শাহজামাল সিরাজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন্দ্রনাথ রায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মানিক শেখ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম মোস্তফা, শিল্পী খাতুন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: