odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ প্রতিবছর পাবেন ৫ জন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ November ২০১৮ ১৭:০১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ November ২০১৮ ১৭:০১

সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ প্রবর্তন করতে যাচ্ছে সরকার।

সোমবার (১৯ নভেম্বর) সচিবালয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার ২০০তম বৈঠকে এ সংক্রান্ত একটি নীতিমালার অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো: শফিউল আলম বলেন, প্রতিবছর ৫ ক্যাটাগরিতে ৫ ব্যক্তি অথবা সংস্থাকে দেয়া হবে এ পদক। এজন্য বৈঠকে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতিবছর ২ জানুয়ারি সমাজকল্যাণ দিবস পালন করা হবে। ওই দিনই এ পুরস্কার দেয়া হবে।

৫ ক্যাটাগরি হলো:

১. বয়স্ক, বিধবাদের জন্য কাজ করা ব্যক্তি বা সংস্থা।

২. স্বামী নিগৃহীতা, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তি বা সংস্থা।

৩. প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করা ব্যক্তি বা সংস্থা।

৪. সমাজের সুবিধাবঞ্চিত কয়েদিদের আইনগত সুবিধা দেয়া ব্যক্তি বা সংস্থা।

৫. সমাজের কোনো ব্যক্তি মানবকল্যাণ বা মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে কোনো কাজ করলে।

তিনি আরও জানান, পুরস্কার হিসেবে দেয়া হবে ১৮ ক্যারেটের ২৫ গ্রাম স্বর্ণ স্বম্বলিত ক্রেস্ট, একটি রেপ্লিকাস্মারক, ২ লাখ টাকা করে চেক এবং একটি সম্মাননা ক্রেস্ট। জেলা ও জাতীয় পর্যায় থেকে এ পুরস্কাররের মনোনয়ন ও বাছাই করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: