odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

মন্ত্রিসভার শেষ বৈঠক ৩ ডিসেম্বর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ November ২০১৮ ১৬:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ November ২০১৮ ১৬:১৮

স্টাফ রিপোর্টার: আগামী ৩ ডিসেম্বর এই সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন।

বৈঠক শেষে মন্ত্রিসভায় উপস্থিত একাধিক সিনিয়র মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী অনির্ধারিত আলোচনায় বলেছেন, ‘এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক। মানুষ যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা থাকবে।’

তরুণ ভোটার, মানে যুবসমাজকে আকৃষ্ট করে, এমন বিষয় আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে রাখতে হবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়গুলো মাথায় রেখে যারা মনোনয়ন পেয়েছেন তারা মাঠে যান এবং কাজ করেন। আপনারা জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: