odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

নির্বাচনের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চারদিন জাহাজ চলাচল বন্ধ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ December ২০১৮ ০৬:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ December ২০১৮ ০৬:৫৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার কথা বিবেচনা করে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

শনিবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, ‘নির্বাচনের সময় নিরাপত্তার কথা বিবেচনা করে আজ বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে এ বিষয়ে আবার আলোচনা হবে বলেও জানান তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘নির্বাচনের সময় নিরাপত্তার কথা চিন্তা করে ২৮ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজগুলো চলাচল বন্ধ করে দেওয়া হবে। ৪ দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ৩দিন অথবা ৪ দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।’

সেন্টমার্টিন আবাসিক হোটেল কিংশুক ইকো-রিসোর্টের মালিক সরওয়ার কামাল বলেন, বার্তাটি ইতোমধ্যে আমরা পেয়েছি।

এ মৌসুমে সামান্য ক্ষতি হলেও রাষ্ট্রীয় সুবিধার কথা মাথায় রেখে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: