odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 9th December 2025, ৯th December ২০২৫

জেডিসি পরীক্ষায় একই সঙ্গে পাস করলেন বাবা ও ছেলে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ December ২০১৮ ০৯:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ December ২০১৮ ০৯:১৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় বাবা ও ছেলে একসঙ্গে পাস করেছেন।উপজেলার খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদরাসা থেকে তারা এই পরীক্ষায় অংশ নেন।

বাবা ও ছেলে হলেন উপজেলার সাত নম্বর রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের বাবলু হোসেন ও তার ছেলে মেহেদি হাসান।

গত সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা গেছে বাবা বাবলুর রহমান পেয়েছে জিপিএ ২.৭২ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ ২.৬।

বাবুল হোসেন জানান, শিক্ষার কোনও বয়স নেই। এছাড়া আমার অনেকদিনের ইচ্ছা আলেম হওয়া। যে কারণে আমি ছেলের সঙ্গে জেডিসি পরীক্ষা দিয়েছিলাম। দাখিল ও আলিম পরীক্ষা দিয়ে যতদূর সম্ভব পড়তে চান বাবুল হোসেন।

মাদরাসা সুপার মো. রবিউল ইসলাম জানান, বাবুল হোসেন সার্টিফিকেটের জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করে। যে কারণে আমি তাকে সুযোগ করে দিয়েছিলাম। এবার জেডিসি পরীক্ষায় বাবা-ছেলে দুজনই পাস করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: