odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

মানুষ নৌকায় ভোট দিতে ব্যাকুলঃ তোফায়েল আহমেদ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ December ২০১৮ ১৬:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ December ২০১৮ ১৬:৩৩

ভোলায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৭০-এর মতো গণজোয়ার চলছে। নৌকায় ভোট দেয়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে আছে।
নৌকার গণজোয়ার দেখে বিএনপি-ঐক্যফ্রন্ট নেতারা হুশ হারিয়েছে। তাই নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অপদস্থ করতে ছাড়ছে না।
আজ নির্বাচনী প্রচারণার শেষদিনে বাপ্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে সন্ত্রাসের বিপক্ষে গণরায় দেয়ার আহ্বান জানান।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন



আপনার মূল্যবান মতামত দিন: