
সিরাজদিখানে মাসিক আইন-শৃঙ্খলা
সভা অনুষ্ঠি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক-আইনশৃঙ্খলা
সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১৪ই জানুয়ারী দুপুরে উপজেলা পরিষদ
মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ
চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ প্রথমে উপস্থিত সবাইকে নতুন বছরের
শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে বলেন, কুচিয়ামোড়া থেকে গয়াতলা পর্যন্ত রাস্তাটি
নিমার্ণে সাড়ে ৪ কোটি টাকা ব্যায় হয়েছে। মাহেন্দ্র ও ভেকু চলাচলে রাস্তাটি
নষ্ট হয়ে যাচ্ছে, এ ব্যাপারে সবাইকে আরো সচেতন হতে হবে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত
ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কাশেম মিয়া। এ সময় আইন-
শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিরাজদিখান থানার অফিসার ইন-চার্জ মো.
ফরিদ উদ্দিন। তিনি জানান, গত বছর ডিসেম্বর মাস তুলনামূলক অনেক ভাল,
একদিকে নির্বাচন গিয়েছে তারপরও কোন প্রকার বড় ধরনের সমস্যা হয়নি।
ডিসেম্বর ২০১৮ মাসে এ থানায় ২২ টি মামলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি
তুলনামুলক অনেক ভাল। সবাই একমত পোষন করেন। এ সময় আরো বক্তব্য রাখেন
বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ ও সিরাজদিখান প্রেসক্লাব
সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ১৪ টি ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে
৬ জন এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তার উপস্থিতি অপ্রতুল। ইউপি
চেয়ারম্যানদের মধ্যে যারা উপস্থিত ছিলেন রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল
হোসেন হাদী, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, বায়রাগাদী ইউপি
চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, শেখরনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কোলা
ইউপি চেয়ারম্যান মীর লিয়াকত আলী প্রমুখ। #
আপনার মূল্যবান মতামত দিন: