
প্রতিদিন ঘুম থেকে উঠেই খবরের কাগজে দেখা যায় সড়কে মৃত্যুর মিছিল আর মানুষের আহাজারি। কর্মজীবী মানুষের ব্যস্ততার সাথে তাল মিলিয়ে দ্বিগুন রুপে বেড়ে গেছে গাড়ি,জ্যাম আর সড়ক দুর্ঘটনা। শুধুমাত্র আপনার-আমার সচেতনতাই একমাত্র রক্ষা পাওয়ার পথ। বাঁচাতে পারি হাজারো মানুষের জীবন।
“একটি দূর্ঘটনা সাড়া জীবনের কান্না” যাত্রী ও যানবাহন চালকদের উদ্দেশ্যে এমনটাই আহবান জানান অনলাইন সাংবাদিকগণ। ” সচেতন হই নিরাপদ থাকি” এই শ্লোগানকে ধারন করে চাঁদপুরে এই প্রথমবারের মত চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের উদ্দ্যেগে সিএনজি-অটোরিক্সার ‘ডান পাশ বন্ধ’ কার্যক্রমের শুভ উদ্ধোধন করলেন পুলিশ সুপার জিহাদুল কবির (বিপিএম,পিপিএম)
অনলাইন সাংবাদিকদের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রী,পথচারী,শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সমাজের সচেতন মহল। ইতিপূর্বে এ সংগঠনটি সমাজের ভাগ্যহত ‘মনুষ্যশরীরগুলোকে’ রক্ষা করার লক্ষ্যে ‘মানবতার দেয়াল গড়ে তোলা,বিলুপ্তপ্রায় তালগাছ রোপন,ফলজ ও বনজ বৃক্ষরোপন,রক্তদান কর্মসূচি,বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ সহ সমাজে অসংখ্য উন্নয়নমূলক কর্মকান্ডে অনন্য অবদান রেখে চলেছেন।
তারই ধারাবাহিতায় বুধবার (১৩ ফেব্রুয়ারী) সকালে শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি শপথ চত্তরের পুলিশ বক্সের সামনে ‘সামাজিক ও সচেতনতামূলক’ অভূতপূর্ব এক কার্যক্রমের সাক্ষী হয় চাঁদপুর অনলাইন প্রেসক্লাব।
ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেশি গতিশীল করতে ও সড়ক দুর্ঘটনা রোধে চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার বলেন, আগেও আপনাদের সচেতনতামূলক কর্মকান্ডে সমাজের মানুষ উপকৃত হয়েছে। দূর্ঘটনা রোধে আপনাদের এবারের উদ্দোগ্যটি সত্তিই প্রশংসনীয়।জেলা প্রশাসনের সহযোগিতায় অটোরিকশার ডান পাশ বন্ধ করার জন্য খুব শিঘ্রই মালিকদের জানানো হবে। এতে করে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করছি। আপনাদের সকল ভালো কাজে সবসময় পাশে ছিলাম, আছি এবং থাকবো।
এসময় সিএনজি-অটোরিক্সার ডান পাশে নিজ হাতে নেট লাগিয়ে বন্ধ করে দেওয়ার মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন পুলিশ সুপার জিহাদুল কবির (বিপিএম,পিপিএম)।
এদিকে, উদ্বোধন পূর্বে অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, অটোরিকশার ডান পাশ দিয়ে যাত্রী ওঠানামা করতে গিয়ে সম্প্রতি সময়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। এ কারণে ডানপাশ দিয়ে যাত্রী ওঠানামা বন্ধ হলে দুর্ঘটনা হ্রাস পাবে, এ লক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম আমরা গ্রহণ করেছি।
অনেকেই মানছে না ট্রাফিক আইন। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন চালক ও আরোহী। তাই একটুখানি সচেতনতাই পারে দুর্ঘটনা এবং আইনি ঝামেলা থেকে মুক্ত রাখতে । অনেকে আবার ফাঁকা রাস্তা পেয়ে বেপরোয়া গাড়ি চালাতে চেষ্টা করেন। যার ফল হয় ভয়াবহ প্রণনহানির মতো ঘটনা । প্রাণহানি ঠেকাতে সাবধানে গাড়ি চালাতে হবে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
এসময় চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসীন,সাধারন সম্পাদক আশিক খাঁন,যুগ্ন সাধারন সম্পাদক এন কে সুমন পাটওয়ারী,সহ-সাংগঠনিক সম্পাদক মিঞা মামুন,বিডি কারেন্ট নিউজ২৪’র পরিচালক কাউন্সিলর আলমগীর গাজী, কাউন্সিলর নাসির চোকদার, কাউন্সিলর হাবিব দর্জি,সহকারী অধ্যাপক ডাঃ আশরাফ আলী,দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি খোরশেদ আহমেদ,
বিডি কারেন্ট নিউজ২৪’র স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান,সাংবাদিক জাবেদ,আরিফ হোসেন,শুভ কর্মকার,জহির উদ্দিন নিশান,মাসুম হোসেন শিপন,আলী আমজাদ লিটন,মোবারক গাজী,প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: