ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে “ইউ.এন.ও পার্ক সিরাজদিখান” ও ভূমি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১১

সিরাজদিখানে “ইউ.এন.ও পার্ক সিরাজদিখান” ও ভূমি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে “ইউ.এন.ও পার্ক সিরাজদিখান” ও ভূমি উন্নয়ন মেলা-২০১৯ বেলুন ও পায়রা উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথী মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক সায়লা ফারজানা। গতকাল ১৬ ফেব্রæয়ারী শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস সংলগ্ন নবনির্মিত “ইউ.এন.ও পার্কে তিন দিন ব্যপি ভুমি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। জনগণকে সস্পৃক্ত করে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও ভূমি সেবা অবহিতকরণ, ভূমি সংক্রান্ত বিষয়ে জণসচেতনতা বৃদ্ধিকরন এবং উন্নয়ন মেলা থেকে সরাসরি ডিজিটাল সেবা প্রদান, ই-নামজারী সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভূমি সেবার মান জণগনের দোড়গোড়ায় পৌছে দেয়াই এ মেলার মূল উদ্দেশ্য। হালনাগাদ খাজনার দাখিলা প্রদানকারীদের পুরস্কার ও ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথী জেলা প্রশাসক। মেলায় উপজেলার ১০টি ইউনিয়ন ভূমি অফিস তাদের নিজ নিজ স্টলে সেবা গ্রহিতাদের সেবা প্রদান করেন এবং স্বতুস্ফর্তভাবে সেবা গ্রহিতারা সেবা নেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াছমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার। এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক,শুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন ।

আহসানুল ইসলাম আমিন

সিরাজদিখান,মুনসীগনজ। 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: