ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মাইজভান্ডারের দরবার শরিফের উদ্দেশে যাওয়া বাস দূর্ঘটানায় নিহত ৬ আহত ১২

gazi anwar | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৩

gazi anwar
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৩

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের গাঙ্গরা নামক স্থানে চলন্ত ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে পাঁচটার দিকে উপজেলার জগন্নাথ দিঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল এ তথ্য নিশ্চিত করে বলেছেন, চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় কবলিত বাসটি মাইজভান্ডারের দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিল বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: