ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ছয় মামলার আসামী নৌ-ডাকাত হুমায়ুন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

gazi anwar | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪২

gazi anwar
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪২

মোঃআহসানুল ইসলাম আমিন
,মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধীঃ
 
 মুন্সিগঞ্জ সদর উপজেলার শহরতলীর মহাকালী ইউনিয়নে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক নৌ-ডাকাত নিহত হয়েছে। নিহত নৌ ডাকাতের নাম হচ্ছে হুমায়ুন বেপারী।
তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় ৬টি মামলা রয়েছে। পুলিশ ঘটনা স্থল থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ছোরা উদ্ধার করেছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত দুইটায় দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাগেশ্বর এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন বেপারী মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিউনের কালির চর এলাকার মোহন বেপারীর পুত্র। এর আগে গতকাল শনিবার রাত ১০টায় সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়ছিলো বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, রাত ১০টায় মুক্তারপুর থেকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড় টায় অস্ত্র উদ্ধার অভিযানে বাগেশ্বর এলাকায় গেলে সেখানে আগে উৎপেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এসময় পুলিশ পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলগুলি সংঘঠিত হয়। পরে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে পরে থাকা হুমায়ুনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে । লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নৌ-ডাকাতি সহ ৬ মামলার আসামী হুমায়ুনের লাশ বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: