ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
আমাদের সতর্কতার সহিত চলা দরকার

চকবাজারের চুড়িহাটার পর সিলেটের বিগবাজারে অগ্নিকাণ্ড

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৩

চকবাজারের চুড়িহাটটার পর সিলেটের বিগবাজারে অগ্নিকাণ্ড
সিলেট শহরের তালতলায় চেইন সুপার শপ ‘বিগবাজারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে সুপার শপটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের কুণ্ডুলি দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। এসময় সুপার শপটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য উপরে থাকা হোটেল সুফিয়াতে আগুন ছড়ায়নি।

দমকল বাহিনী সিলেটের স্টেশন অফিসার শিমুল আহমদ বলেন, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়তে পারতো আবাসিক হোটেলেও। তাতে ব্যাপক প্রাণ হানির ঘটনাও ঘটতে পারতো



আপনার মূল্যবান মতামত দিন: