ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
সর্বনাশাদের হাত থেকে কি একটি পাগলীও রেহাই পাবে না?

সিরাজদিখানে পাগলী পাবে না ওর সন্তানের পিতৃ-পরিচয়ের অধিকার???

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৮

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে শুয়ে থাকা পাগলীটা আজ মা হয়েছে, কিন্তু বাবা হয়নি কেউ। পাগলী বলে থেমে থাকেনি তার যৌবন। থেমে থাকেনি তার প্রসব ব্যথা। পাগলীরও তো নারীর শরীর গঠনে একাকার।

পাগলী বলে স্বামী পায়নি, হয়নি সংসারের স্বাদ। কেন তবে গর্ভে এল মাতৃত্বের আহ্লাদ। নাকি আবার জন্ম নিল যিশু ভগবান! কে করল তার এ সর্বনাশ ? সর্বনাশাদের হাত থেকে কি একটি পাগলীও রেহাই পাবে না? কে করবে এদের বিচার ? কে দেখবে এ সন্তানকে ? এ শিশুটি কাকে বাবা ডাকবে? কি হবে তার পিতৃপরিচয় ? আসলে কি এরাও পুরুষ । আজ নিজেকে পুরুষ ভাবতে সত্যি লজ্জা হয়।

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারী বুধবার রাতে ফুটফুটে এক কন্যা সন্তান প্রসব করেছে। মানুসিক ভারসাম্যহীন নারীর নাম রূপা । রূপার বাড়ী নেত্রকোনা জেলায় বলেও জানা গেছে । তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ভর্তি করে বিশেষ কেয়ারে রেখেছেন বলে নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সিরাজদিখানে নব্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার বাচ্চাটির নাম রাখেন কামরুন নাহার (কথা) ।

সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ রাত ১১টায় যাচ্ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে প্রদ্ধা জানাতে । ঠিক সে সময় চোখে পড়ল এক পাগলী রাস্তার ধারে এক কণ্যা সন্তানকে জন্ম দিয়ে নিজের ফুলটি নিজেই ছিড়তে চেষ্টা করেছিলেন। মহিউদ্দিন আহমেদ নেমে জানার পর তার সহযোগীতায় রাত ১১ টায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় । তিনি শহীদ মিনারে গিয়ে জানালে সিরাজদিখানে নব্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার পুস্পস্ততবক অর্পনের সাথে সাথে মধ্য রাতেই সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডাঃ বদিউজ্জামানকে সাথে নিয়ে মা ও শিশুকে দেখভালের দায়িত্ব নেন ।
পরের দিন সকালে গিয়েও তিনি বিভিন্ন খোজ খবর নেন । এসময় সাথে ছিলেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদউদ্দিন, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম প্রমুখ ।

তবে পাগলীর মেয়ে সন্তানটি দত্তক নেয়ার জন্য অনেকেই আগ্রহী বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, রাত ১১ টার সময় সিরাজদিখানের স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসার খবর পেয়ে আমি ও ইউএনও মহোদয় দ্রæত হাসপাতালে আসি। মা ও শিশু দুজনই সুস্থ আছেন। খবর পেয়ে রাতেই সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসাার আশফিকুন নাহার এবং সহকারী কমিশনার (ভুমি) রিনাজ ফৌজিয় মা ও নবজাতককে দেখতে হাসপাতালে আসেন ।

মোহাম্মদ রোমান হাওলাদার
মোবা-০১৭১০৪৭১৯৪৭
তারিখ-২১/০২/২০১৯ খ্রিঃ।

 



আপনার মূল্যবান মতামত দিন: