
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম পি র আশু রোগ মুক্তি কামনা করে, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি যুব বন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর সার্বিক তত্ত্বাবধানে তাঁর কাকরাইল অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জননেতা যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নুরুননবী চৌধুরী শাওন এমপি এবং মহানগর দক্ষিণ যুবলীগের নগর ও ওয়ার্ডের সর্ব স্তরের হাজারো নেতা কর্মী, বাদ আসর কাকরাইলের যুব জাগরণ অফিসে জন নন্দিত জন নেতা সড়ক ও সেতু মমন্ত্রীকে যেন মহান আল্লাহ অতিসত্বর সুস্থতা দান করে,এবং দেশ ও দলের জন্য তার উপর অর্পিত দায়িত্ব ভালোে ভাবে সম্পন্ন করতে পারে, দোয়া বাদ কর্মীদের মাঝে তবারক বিতরন করা হয় । এবং বিশস্ত সুত্র মতে সম্রাট তার ভালোবাসাা এবং শ্রদ্ধার ব্যক্তির চিকিৎসা ও তাকে দেখতে খুব শিঘ্রই সিংগাপুর যাবেন।
আপনার মূল্যবান মতামত দিন: