odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

বিলাইছড়ি উপজেলায় আ.লীগ সভাপতি খুন

Akbar | প্রকাশিত: ১৯ March ২০১৯ ১১:২৮

Akbar
প্রকাশিত: ১৯ March ২০১৯ ১১:২৮

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় আওয়ামী লীগ সভাপতি সুরাত কান্তি তঞ্চঙ্গ্যাকে (৫৮) গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আলিকিয়ং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুরাত কান্তি তঞ্চঙ্গ্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিলাইছড়ি আলিকিয়ং এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সুরাত কান্তিকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সুরাত কান্তির মৃত্যু হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুসা মাতব্বর জানান, আধিপত্য বিস্তারের জেরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুর্বৃত্তরাই সুরাত কান্তিকে গুলি করে হত্যা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: