ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সেনা প্রধানের সাথে ভারতীয় সেনা কর্মকর্তার সাক্ষাৎ

Akbar | প্রকাশিত: ২০ মার্চ ২০১৯ ০৮:৫৪

Akbar
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯ ০৮:৫৪

ঢাকা: বাংলাদেশ সফররত ভারতীয় ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার আজিজ আহমেদের দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাতের সময় ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে পারস্পরিক কুশল বিনিময় করেন। এছাড়াও দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে তিনি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

ভারতের জিওসি-ইন-সি, ইস্টার্ন কমান্ড-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার চার দিনের সফরে বাংলাদেশে এসেছে। দলটি সফরকালে নৌ এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ বাংলাদেশের বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবে।

সফর শেষে প্রতিনিধিদলটি আগামী শুক্রবার (২২ মার্চ) নিজ দেশে ফিরে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: