
বাগেরহাট: বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যতিক্রম উদ্যোগ 'চিঠির বাক্স' স্থাপনে গোটা এলাকায় সাড়া পড়েছে। সাধারণ জনগণের নিকট থেকে এই চিঠি আহ্বান করা হয়েছে। জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যযালয়ের সামনে এই 'চিঠির বাক্স' দৃশ্যমান। জনগণ তাদের অভিযোগ, প্রত্যাশার কথা চিরকুটে লিখে বক্সে ফেলছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে সংসদ সদস্যের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে অনন্য কাজ। দেশের অন্য কোথাও কোনো এমপিকে ইতিপূর্বে এমন উদ্যোগ নিতে দেখা যায়নি। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা যেমন নিশ্চত করা যাবে, তেমনি দুর্নীতি ও অপরাধ বন্ধে সহায়ক হবে। বক্সে চিঠি-পত্র দিয়ে মানুষ উপকার পাচ্ছে।
তিনি আরো জানান, প্রতিমাসে একবার এই চিঠির বাক্স খোলা হয়। এমপি শেখ সারহান নাসের তন্ময় নিজে জনগণের লেখা চিঠিগুলো পড়েন। বক্সের চাবিও তাঁর নিকট থাকে। চিঠি-পত্র পড়ে তিনি পদক্ষেপ গ্রহণ করেন। গত ফেব্রুয়ারি মাসে এই চিঠির বাক্স বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: