ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভি‌সির পদত্যাগের দাবিতে গণঅনশন শিক্ষার্থীদের

Akbar | প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৯ ১২:৫৮

Akbar
প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৯ ১২:৫৮

ব‌রিশাল: ভি‌সির পদত্যাগের দাবিতে গণঅনশন কর‌ছেন ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০টা থে‌কে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই গনঅনশন কর্মসূচি পালন কর‌বেন তারা।

এ ছাড়া শিক্ষার্থীদের একা‌ডে‌মিক ভব‌নের সাম‌নে ব‌সে ভিসির পদত্যা‌গের দাবি‌তে নানা স্লোগান দিতে দেখা গেছে।

এর আ‌গে নি‌জে‌দের রক্ত দি‌য়ে লি‌খে ভি‌সি ইমামুল হ‌কের পদত্যাগ দাবি ক‌রেন শিক্ষার্থীরা।

২৬ মার্চ শিক্ষার্থী‌দের বাদ দি‌য়ে স্বাধীনতা দিব‌সের উদযাপন করায় আ‌ন্দোল‌নে না‌মেন শিক্ষার্থীরা।

প‌রে আন্দোলনরত শিক্ষার্থী‌দের ভি‌সি রাজাকা‌রের বাচ্চা ব‌লে গা‌লি দি‌লে এই আ‌ন্দোলন আরও বেগবান হয়।

এর পর অনির্দিষ্টকা‌লের জন্য বিশ্ব‌বিদ্যালয় বন্ধ ক‌রে দেয়া হয় এবং শিক্ষার্থী‌দের হল ত্যাগের নি‌র্দেশ দেয়া হয়।

ত‌বে সেই নি‌র্দেশ উ‌পে‌ক্ষা ক‌রে শিক্ষার্থী‌রা টানা ১১ দিন ধরে আন্দোলন চা‌লি‌য়ে যা‌চ্ছেন।ভি‌সির পদত্যাগ দাবিতে গণঅনশন কর‌ছেন ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০টা থে‌কে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই গনঅনশন কর্মসূচি পালন কর‌বেন তারা।

এ ছাড়া শিক্ষার্থীদের একা‌ডে‌মিক ভব‌নের সাম‌নে ব‌সে ভিসির পদত্যা‌গের দাবি‌তে নানা স্লোগান দিতে দেখা গেছে।

এর আ‌গে নি‌জে‌দের রক্ত দি‌য়ে লি‌খে ভি‌সি ইমামুল হ‌কের পদত্যাগ দাবি ক‌রেন শিক্ষার্থীরা।

২৬ মার্চ শিক্ষার্থী‌দের বাদ দি‌য়ে স্বাধীনতা দিব‌সের উদযাপন করায় আ‌ন্দোল‌নে না‌মেন শিক্ষার্থীরা।

প‌রে আন্দোলনরত শিক্ষার্থী‌দের ভি‌সি রাজাকা‌রের বাচ্চা ব‌লে গা‌লি দি‌লে এই আ‌ন্দোলন আরও বেগবান হয়।

এর পর অনির্দিষ্টকা‌লের জন্য বিশ্ব‌বিদ্যালয় বন্ধ ক‌রে দেয়া হয় এবং শিক্ষার্থী‌দের হল ত্যাগের নি‌র্দেশ দেয়া হয়।

ত‌বে সেই নি‌র্দেশ উ‌পে‌ক্ষা ক‌রে শিক্ষার্থী‌রা টানা ১১ দিন ধরে আন্দোলন চা‌লি‌য়ে যা‌চ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: