odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

সিরাজদিখানে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরামের ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ April ২০১৯ ১৮:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ April ২০১৯ ১৮:০৭


সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি ঃ
“নিয়ম মেনে বিদেশ গেলে, উন্নতি ও শান্তি মেলে, এই শ্লোগানকে ধারন করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম কমিটির ওরিয়েন্টেশন গাইডলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার দানিয়াপাড়া কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা মাইগ্রেশন ফোরাম কমিটির সভাপতি আব্দুস সালাম মনুর সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন, ব্র্যাক মাইগ্রেমন প্রেগ্রামের আর এস. সি ম্যানেজার দেবানন্দ মন্ডল । এ সময় বক্তব্য রাখেন, ব্র্যাক মুন্সীগঞ্জ জেলা ব্যবস্থাপক নুর-ই-সাফা আঁখি, ব্র্যাক কাউন্সেলর রিসান রেজা মোঃ সাহেদ, ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার শারমিন আক্তার শিলা, ব্র্যাক কর্মকর্তা ইসমাইল,মেহের আলী মেম্বার,সারোয়ার লস্কর,শেফালী বেগম, বিথি মন্ডল, ভালোবাসা রাজবংশী, মোঃ বাচ্চু সরদার, মায়া রানী সরকার,আক্তারুজ্জামান দুলু প্রমুখ। সভায় আগামী কর্মপরিকল্পনায় বিদেশ- ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ সহায়তাকল্পে মনসামাজিক মানসিক উন্নতিকরণ কাউন্সেলিং, আর্থিক ভাবে সহায়তাসহ শিক্ষাবৃত্তি, যুবক-যুবতীদের যুব প্রশিক্ষণ, ওরিয়েন্টশন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

মোহাম্মদ রোমান হাওলাদার
মোবা-০১৭১০৪৭১৯৪১৭
তারিখ-০৯/০৪/২০১৯ খ্রিঃ।

 



আপনার মূল্যবান মতামত দিন: